বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিজিবি অভিযান চালিয়ে বাঘা থানাধীন বারশিপাড়া নদীরপাড় এলাকা থেকে ৬লাখ টাকা মূল্যের ১ হাজার ৪৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সোয়া ৩টায় জেলার বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ১ বিজিবি এর অধীনস্থ মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার আলমগীর হোসেন এর নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় বাঘা থানাধীন বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে ১,৪৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৫ লাখ ৯৪ হাজার টাকা।
এদিকে, চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।