Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াকার—মিসবাহ ‘কাপুরুষ’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

সব দল যখন টি—টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার ভাবনায়, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নামতে হচ্ছে নতুন কোচের সন্ধানে। গতপরশু বিশ্বকাপের দল ঘোষণার পরই বড় ধরনের ঝাঁকুনি খেয়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। আকস্মিকভাবে পদত্যাগ করেছেন দলের প্রধান কোচ মিসবাহ—উল—হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস। অপ্রত্যাশিত এই কাণ্ডের পর স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান। কাঠগড়ায় তুলে তাদের করা হচ্ছে কচুকাটা।
বরাবরই চাছাছোলা কথা বলা শোয়েব আখতারও দুই সাবেক সতীর্থকে এক হাত নিয়েছেন। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতিতে বল ছোড়া তারকা বলেছেন, ‘ওরা কাপুরুষ। কাপুরুষেরা পালিয়ে যাওয়া ছাড়া কী—ই বা করতে পারে?’ রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস আরও বলেন, ‘এখানে যা ঘটেছে (ওয়াকার—মিসবাহর পদত্যাগ) তা তালেবানরা মার্কিন বাহিনীর সঙ্গে যা করেছিল, তারই অনুরূপ। কারণ তারা জানত রমিজ রাজা (পিসিবির নতুন সভাপতি) তাদের ছাড় দেবেন না। তাই তারা আগেভাগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ ওয়াকার ও মিসবাহকে কটাক্ষ করে ৪৬ বছর বয়সী সাবেক গতিরাজ বলেন, ‘তাদের দু’জনেরই পিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত ছিল। আগাম পদত্যাগ ঘোষণা করা কোনোভাবেই উচিত হয়নি। রমিজ ভাই (রমিজ রাজা) তাদের বরখাস্ত নাও করতে পারতেন। কিন্তু আগেই পালিয়ে গিয়ে তারা নিজেদের আসল রূপ উন্মোচন করে দিলেন।’
২০১৯ সালের সেপ্টেম্বরে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াকার ও মিসবাহ। তাদের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। হঠাৎ করে তারা পদত্যাগ করায় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য সাকলাইন মুশতাক ও আবদুল রাজ্জাককে ‘আপৎকালীন’ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। বাংলাদেশের বিপক্ষে চলামান টি—টোয়েন্টি সিরিজ শেষে সরাসরি পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড দল।

 



 

Show all comments
  • Shahin Howlader ৮ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৭ এএম says : 0
    স্পিড স্টার শোয়েব আখতারকে পাকিস্তানের বোলিং কোচ করা হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসবা

৮ সেপ্টেম্বর, ২০২১
৯ এপ্রিল, ২০১৭
২০ ফেব্রুয়ারি, ২০১৭
১৫ জানুয়ারি, ২০১৭
৬ ডিসেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ