নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ২০১১ সালের এক ভূমিকম্পে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এক ভূমিকম্পে শহরের কেন্দ্রস্থল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৮৫ জন। সেই ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি শহরটি। আবারও কেঁপে উঠলো ক্রাইস্টচার্চ! গেলপরশু মধ্যরাতের পর দেশটির দক্ষিণাঞ্চলে ৭.৪ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ক্রাইস্টচার্চ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও ওয়েলিংটন থেকেও এই ভূ-কম্পন টের পাওয়া গেছে। কিন্তু খেলার পাতায় ভূমিকম্পের খবর কেন? বলছি। ওখানে এই মুহূর্তে আছে পাকিস্তান ক্রিকেট দলও। নিউজিল্যান্ডের সঙ্গে দীর্ঘ এক সফরে তাসমান দেশটিতে আছে মিসবাহ-ইউনিসরা। একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেলসনে আছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ভয়ের কিছু নেই, দলটির সকলেই নিরাপদে আছেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার ওয়াসিম বারি। আগামী ১৭ নভেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবার কথা পাকিস্তানের। এখন যা অবস্থা, তাতে টেস্টটি মাঠে গড়ায় কিনা তাই নিয়েই আছে সংশয়!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।