পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
টিভি, পত্রিকা সব জায়গাতেই চোখে পড়ছে দেশের বন্যাপীড়িত মানুষদের দুর্দশার ছবি। অসহায় শিশু ও নারীদের অমানবিক জীবনযাপন। পানিবাহিত বিভিন্ন সংক্রামক রোগসহ নানান কারণে বন্যাপীড়িত মানুষদের মাঝে দেখা দেয় মারাত্মক স্বাস্থ্যবিপর্যয়, বিশেষ করে শিশুরা রয়েছে চরম ঝুঁকিতে। বন্যার সময় শিশুদের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে যায়। বিশুদ্ধ পানির অভাবে শিশুরা ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস, নিউমোনিয়া, সর্দিকাশি, চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে দুর্ঘটনাজনিত মৃত্যুর মধ্যে পানিতে ডুবে মৃত্যু হার দ্বিতীয় সর্বোচ্চ। পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশু মৃত্যুর দিক থেকে বাংলাদেশ বিশ্বে অন্যতম। তাই, বন্যাকালীন সময়ে শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তাদের জন্য প্রাথমিক চিকিৎসার দিকে মনোযোগী হতে হবে। তাদের জন্য সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে। নিরাপদ পানির সুব্যবস্থা করতে হবে। পানিতে ডুবে যাওয়া ও সাপের কামড়ে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে। শিশু সুরক্ষায় বিশেষায়িত আশ্রয়কেন্দ্র তৈরি করা গেলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি কিছুটা কমিয়ে আনা সম্ভবত হবে।
আবির হাসান সুজন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।