Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার র‌্যাঙ্কিং আর বিশ্বকাপে চোখ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

গভীর রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলী দাইয়ির চেয়ে দুই গোল এগিয়ে পর্তুগিজ তারকার গোলসংখ্যা এখন সর্বোচ্চ ১১১। তার আগে সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়। সবমিলিয়ে রেকর্ডময় একটি দিনই পার করেছে বাংলাদেশের ক্রীড়াভক্তরা। সেখানে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা ম্যাচে কম স্ট্রাইকরেটের রেকর্ডও আছে। পুরোনো কাসুন্দি না ঘেটে আসুন নতুন রেকর্ডবুক থেকে ঘুরে আসি।
কিউইদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয়ের প্রভাব পড়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও। প্রথমবারের মতো বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ সাতে উঠে এসেছে। গতকালই এ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। টাইগারদের সামনে আরও দু’ধাপ এগিয়ে যাওয়ারও সুযোগ আছে। সেক্ষেত্রে কিউইদের সিরিজ হারাতে হবে ৫-০ ব্যবধানে। আর ৪-১ কিংবা ৩-২ ব্যবধানের জয়েও থাকছে ইনস্ট্যান্ট পুরস্কার। তখনও একধাপ এগিয়ে ছয়ে উঠবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
ম্যাচ জিতলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হওয়াই স্বাভাবিক। তাই ধারাবাহিকভাবে ম্যাচ জেতাটা জরুরি। জয় পাওয়ার ধরনের চেয়ে জয় পাওয়াটাই সবচেয়ে বড় কথা সাকিবের চোখে, ‘জয় পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০০৭ বিশ্বকাপের আগেও আমরা টানা অনেকগুলো ম্যাচ জিতেছিলাম, যেটা আমাদের হেল্প করেছিল সেবছরের বিশ্ব আসরে ভালো করতে। (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের) বিপক্ষে জয়গুলো আমাদের আত্মবিশ্বাস ভালো অবস্থানে নিয়ে যাবে, যেখান থেকে আমরা বিশ্বমঞ্চে গিয়ে ভালো করতে পারি।’
মোদ্দা কথা, আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলতে হবে। সেজন্য আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের বিকল্প নেই। সাদাচোখে ক্রিকেটীয় বিশ্লেষণ করলে যেকেউ-ই বুঝতে পারবেন সফরকারি দলের বর্তমান অবস্থান। অনেকটা অনুমিতই ছিল, তবে কিউইরা যে এতটাই অসহায় আত্মসমর্পন করবে তা ভাবতে পেরেছিলেন কেউ?
উইকেট ছিল বোলিং সহায়ক। প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ এই কন্ডিশনে একদমই নড়বড়ে। সবকিছুই বাংলাদেশের পক্ষে। পারিপার্শ্বিকতা সহায়ক হলেও মূল কাজটা তো নিজেদেরই করতে হয়! বাংলাদেশের বোলাররা তা করতে পেরেছেন দেখে উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ অধিনায়ক বেশি খুশি, ম্যাচের পর ম্যাচ বোলাররা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারায়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের বোলারদেরক্ষুধা এবং নিজেদের স্কিল মেলে ধরায় শৃঙ্খলা ধরে রাখা। (উইকেট সহায়ক দেখে) তারা বাড়তি কিছু করার চেষ্টা করেনি, অনেক কিছু করতে যায়নি। পরিস্থিতির দাবি মিটিয়ে নিজেদের সেরাটা দিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
সবশেষ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর এই সিরিজও শুরু হলো বড় জয় দিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে ১১ ম্যাচ খেলে বাংলাদেশের যা প্রথম জয়। এই জয়ে বাংলাদেশের সফলতম টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে গেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের নেতৃত্বে মাশরাফি বিন মুর্তজার ১০ জয় ছাপিয়ে তার জয় এখন ১১টি। সিরিজে কাক্সিক্ষত শুরু পেয়ে স্বস্তির অবকাশ পাচ্ছেন অধিনায়ক, ‘ওদের বিপক্ষে টানা কিছু হারের পর অবশেষে জিততে পেরে ভালো লাগছে। সিরিজের প্রথম ম্যাচে জয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ। তবে এটি কেবলই শুরু। আমাদের আবার মাঠে নেমে এই পারফরম্যান্স ধরে রাখতে হবে।’
সেই পারফরম্যান্স ধরে রাখার দ্বিতীয় লড়াইয়ে বাগড়া দিতে প্রস্তুত নিউজিল্যান্ডও। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ের দুঃস্বপ্নের মধ্যে একটি সুখবর পেল সফরকারীরা। কোভিড নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিন অ্যালেন। মিরপুরের উইকেটে আগ্রাসী এই ওপেনার জ্বলে উঠবেন, আশা তাদের কোচ গ্লেন পকন্যালের। অপেক্ষায় আছেন তিনি, আক্রমণনাত্মক এই ব্যাটসম্যানের কখন মাঠে নামার মতো অবস্থা হবে, ‘আমাদের জন্য দারুণ খবর। সে আগ্রাসী ব্যাটসম্যান এবং সংক্ষিপ্ত সংস্করণে তা বিশ্বজুড়েই দেখিয়েছে। এই কন্ডিশনে তাকে পেলে আমাদের ব্যাটিং লাইন আপে অনেক বারুদ যোগ হবে। সে আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ।’
তবে টম ল্যাথামের দলের যা হাল! তাতে সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমানদের মোকাবেলার কোন নিনজা টেকনিক কি তারা আবিস্কার করতে পারবে? যা তাদের ‘বড়ভাই’ অস্ট্রেলিয়াও করতে পারেনি। তারা না পারা মানেই টাইগারদের কৃতিত্ব। দিনের পর দিন লাল-সবুজের প্রতিনিধিরা নিজেদের নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। আর এ অবস্থান থেকে বিশ্বকাপ শুরু করতে পারার চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? সিরিজে কিংবা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রত্যাশা কেবলই জয়। এদেশের ১৬ কোটি ক্রীড়াপাগল মানুষও জিততে চায়। কিন্তু ভয় একটাই, কঠিন উইকেটে ব্যাট করতে করতে সহজ উইকেটে ভালো করাটাই না কঠিন হয়ে যায় পরে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ