Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্নাতকে ভর্তি প্রত্যাশীদের পরীক্ষা নিতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষাজীবনের শুরুর প্রথম তিন বা চার বছরের লেখাপড়া সফলভাবে সম্পন্ন করে শিক্ষাগত যোগ্যতা দ্বারা পাওয়া উপাধিকে স্নাতক উপাধি বলে। বাংলাদেশের প্রায় সকল শিক্ষার্থীর স্বপ্ন থাকে দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান অর্জন করার। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা করোনাভাইরাসের কারণে অনুষ্ঠিত হচ্ছে না। বারবার ভর্তি পরীক্ষা পেছানোর ফলে হতাশায় দিন কাটাতে হচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। সবথেকে বেশি বিপাকে পড়েছে প্রথমবার কোথাও ভর্তি না হতে পারা পুনরায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরপর দুইবার কোথাও ভর্তি হবার সুযোগ না পাওয়ার কারণে সামাজিকভাবে অনেক অপদস্ত হতে হচ্ছে তাদের। এই বিড়ম্বনা থেকে বাঁচতে কেউ কেউ আত্মহত্যার মতো নিন্দনীয় পথ পর্যন্ত বেছে নিচ্ছে, যা কখনোই কাম্য নয়। সময়মত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত না হবার কারণে সামর্থ্যবান পরিবারের শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা সেটা পারছে না। ফলে তাদের ক্যারিয়ার ও চাকরি জীবনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করার আগেই যেন তারা সেশনজট নামক ব্যাধিতে আটকা পড়ে যাচ্ছে। তাই এসকল শিক্ষার্থীর হতাশার অবসান ঘটিয়ে আর কালক্ষেপণ না করে প্রশাসনকে ভর্তি পরীক্ষা গ্রহণে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

শেখ শাহরিয়ার হোসেন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।



 

Show all comments
  • jakib ৩ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৫ এএম says : 0
    Good
    Total Reply(0) Reply
  • Md. Yousuf ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৫ পিএম says : 0
    অত্যন্ত সময় উপযোগি লেখা।ধন্যবাদ লেখক কে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন