বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের চরঘাসিয়ায় অভিযান চালিয়ে ইব্রাহিম (৩৭) ও সোহরাব (৩২) নামের দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, সিমসহ ৩টি মোবাইল ও নগদ ৭হাজার ৫শত টাকা জব্দ করা হয়। আটককৃতরা উপকূলীয় অঞ্চলের ডাকাতি কাজের সাথে জড়িত বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হচ্ছেন, লক্ষ্ণীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার আবুল কালামের ছেলে ইব্রাহিম ও হাতিয়ার শূণ্যেরচরের আব্দুল হকের ছেলে সোহরাব হোসেন।
র্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্ণীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুই জনসহ ৫-৬জনের একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রসহ চরগাসিয়ার বারআউলিয়া বাজারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্ত্র ও গুলিসহ দু’জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা উপক‚লের হাতিয়া, রামগতি এলাকার লোকজনকে ভয়ভীতি, খুন, চাঁদাবাজি, নৌ-ডাকাতি, অপহরণ করতো। অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।