Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ৬:৩৬ পিএম

টাঙ্গাইলে ২৪ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ রবিবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি: জন রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালেদপুর এলাকার মৃত আ: রাজ্জাকের ছেলে মো: সেন্টু মিয়া (৫৫) ও একই এলাকার মৃত আ: মান্নানের ছেলে মো: সাইদুর রহমান (৬৫)। এসময় তাদের কাছ থেকে ২৪৪ (দুইশত চুয়াল্লিশ) গ্রাম হেরোইন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ