পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
অনলাইন গেমসে আসক্তি
উন্নত প্রযুক্তি আধুনিক জীবন ধারায় এনেছে আমূল পরিবর্তন। সবার হাতে হাতে পৌঁছে গেছে স্মার্টফোন। মানুষের দৈনন্দিন অনেক কাজই এখন অনলাইননির্ভর। এরই মাঝে ভয়ংকর হয়ে উঠছে অনলাইন গেমস আসক্তি। সবার হাতে ইন্টারনেট থাকার ফলে সহজেই বিভিন্ন অনলাইন গেমসে আসক্ত হয়ে উঠছে বর্তমান তরুণ প্রজন্ম। যার নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার ফলে প্রায় দেড় বছরের বেশি সময় স্কুল কলেজ বন্ধ রয়েছে, আর এই অবসর সময়ে অনলাইন গেমসেই সময় কাটাচ্ছে কিশোর-তরুণরা। যে সময়ে তাদের হাতা থাকার কথা বই সেখানে তাদের হাতে থাকছে স্মার্টফোন। অধিকাংশ সময় তারা অনলাইন গেম খেলে কাটাচ্ছে। ফলে তাদের মেধা বিকাশ সঠিকভাবে হচ্ছে না। তাই সচেতন অভিভাবকরা বলছেন, যত দ্রুত সম্ভব স্কুল কলেজে খুলে নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা প্রয়োজন।
মোহাম্মদ মাছুম
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
পানি উন্নয়ন বোর্ড সমীপে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা শঙ্খ নদী। বর্ষাকাল এলেই শঙ্খ নদীর কোনো না কোনো অংশে ভাঙ্গন দেখা দেয়। তবে স্থানীয় পর্যায়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বর্ষার পাহাড়ি ঢলে সিসি ব্লক সরে গিয়ে বৈলতলী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দ্বীপপাড়া ও নাথপাড়া এলাকায় প্রবল ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যেকোন মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে দ্বীপ ও নাথ পাড়ার অর্ধশতাধিক পরিবারের বসতবাড়ি। ঘরবাড়ি হারা হয়ে উদ্বাস্তু হতে পারে সহস্রাধিক মানুষ। তাই অগ্রাধিকার ভিত্তিতে নদী ভাঙ্গন ঠেকাতে কার্যকর ব্যবস্থা ও ইতোমধ্যে নদী ভাঙ্গনে বসতবাড়ি হারানো পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহাম্মদ মিজানুর রহমান
শিক্ষার্থী, চট্টগ্রাম আইন কলেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।