বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে ভিক্ষুক সেজে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. আলী হোসেন (৭০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি মো. আলী হোসেন একই থানার এনায়েত বাজার বাটালী রোড শাহ আব্দুল্লাহর বাড়ির মৃত আলী ফজলের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি মো. আলী হোসেন ও মেয়ে মোছাম্মৎ নুর বেগমকে (৩৭) ২০১১ সালে ১০০ বোতল ফেনসিডিলসহ র্যাব-৭ গ্রেফতার করেন। পরবর্তীতে র্যাব-৭ বাদী হয়ে কোতোয়ালী থানায় আসামির বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বিচারকার্য শেষে ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি সাজা ভোগ না করার জন্য নিজেকে আত্মগোপন করে রাখেন। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, সাজাপ্রাপ্ত আসামি আলী হোসেনের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিয়ে ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করেন এএসআই সাইফুল আলম ও এএসআই রণেশ বড়ুয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এনায়েতবাজার বাটালী রোডস্থ বরফ গলির মুখ থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলী হোসেনকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।