Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে মেয়েসহ দুই অপহরণকারী আটক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৩:০১ পিএম

সিলেটের ওসমানীনগরে অপহৃত মেয়েসহ দুই অপহরনকারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, অপহৃত মৌলবীবাজার জেলার কামালপুর গ্রামের নাজমুল মিয়ার মেয়ে নিপা বেগম (১৫), অপহরণকারীরা হচ্ছে, ওসমানীনগর থানার কালনীরচর গ্রামের আবুল হোসেনের পুত্র আল আমিন (১৮) ও একই উপজেলার মুতিয়ারগাঁও গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র বাবুল মিয়া (২০)। এব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, অপহরনকারীরা ভিকটিম রিপা বেগমের পাশের বাড়ীতে কাঠ মিস্ত্রির কাজ করতো। সে সুবাদে রিপা বেগমের সাথে প্রেমের সম্পর্ক করে। আল আমিন রিপা বেগমকে বিভিন্ন ধরনের মিথ্যা আম্বাস দিয়ে এবং বিয়ের প্রলোভন দিয়ে আসামী বাবুল মিয়া ও অজ্ঞাতনামা আসামীর সহযোগিতায় গত বৃহস্পতিবার রাত ৯ দিকে মেয়ের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। গতকাল শুত্রবার রাত সাড়ে ১২ টার দিকে ওসমানীনগর থানার ইছামতি গ্রামের এবং ইউপি সদস্য শায়েস্তা মিয়ার বাড়ীর সামনের রাস্তা দিয়ে ভিকটিমকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মেয়েসহ দুই অপহরনকারীকে আটক করে। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে খবর দিলে তারা আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে ভিকটিমের বাবা নাজমুল শুক্রবার বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৫।
এব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অপহরনকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ