পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনলাইনে শিক্ষা কার্যক্রম কোনভাবে চালিয়ে নেয়ার চেষ্টাও হচ্ছে। তবে অনলাইন ক্লাস বলতে বেশির ভাগ ক্ষেত্রে যা হচ্ছে তাকে আসলে অনলাইন ক্লাস বলা কতটা যৌক্তিক তা বিশেষজ্ঞরাই বলতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় সাইট ফেসবুকে ভিডিও আপলোড আর লাইভ ক্লাসের মধ্যেই অনলাইন ক্লাস সীমাবদ্ধ। সেসবস ক্লাসে ছাত্র আর শিক্ষকদের মধ্যে তেমন কোন মিথষ্ক্রিয়াই নেই। সরকারি নির্দেশনায় বিশেষ বিশেষ শ্রেণির জন্য আবার ‘আ্যসাইনমেন্ট’ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা সেসব আ্যসাইনমেন্ট বাড়িতে বসে তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিচ্ছে এবং দিবে। মোবাইলে বিভিন্ন কোচিং সেন্টারের শতভাগ নির্ভুল আ্যসাইমেন্ট তৈরির চটকদার বিজ্ঞাপন আর নেটদুনিয়ায় গৃহশিক্ষকদের আ্যসাইনমেন্ট তৈরি করে দেয়ার স্ট্যাটাস দেখেই বুঝা যাচ্ছে আ্যসাইনমেন্ট কার্যক্রম কতটুকুই ফলপ্রসূ হচ্ছে। আ্যসাইনমেন্ট জমাদানের ভোগান্তিও কম নয়। সুনামগঞ্জের এক শিক্ষার্থী আ্যসাইনমেন্ট জমা দিতে চট্টগ্রামে আসার পথে বাসে পরিচয় হলো। দূরপাল্লার ভ্রমণের ভোগান্তির সাথে পরিবহনের দ্বিগুণ ব্যয়ও গুণতে হচ্ছে তাকে। আর যে করোনার ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সে ভয় তো আছেই। এভাবে অনেকের ভোগান্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য দেখছি। আ্যসাইনমেন্টগুলো সরাসরি জমাদানের অপশন বাদ দিয়ে ই-মেইলের মাধ্যমে জমাদানের ঘোষণা থাকলে লাখো শিক্ষার্থী ভোগান্তি থেকে বেঁচে যেতো। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহাম্মদ মিজানুর রহমান
মিরপুর ডিওএইচএস, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।