Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আফগানদের উচিৎ দেশে থেকেই পুনর্গঠন করা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ওই দেশের অনেক নাগরিক উৎসব করেছেন। তালেবান কর্তৃপক্ষ ক্ষমতায় আসার পর প্রথম জুমার নামাজে বিভিন্ন মসজিদের ইমাম ও অতিথি বক্তারা আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের পতনে উৎসবের আয়োজন করেন। কাবুলের মসজিদে অস্ত্রধারী পরিবেষ্টিত অবস্থায় এক মাওলানা অগ্নিঝরা বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে তুলে ধরেন কিভাবে আফগানরা ব্রিটিশ, সোভিয়েত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাজিত করেছে। তিনি বলেন, আফগানরা আবারো সম্মিলিতভাবে তাদের শৌর্য্য-বীর্য প্রদর্শন করেছে। আরেক মসজিদে কাবুল বিমানবন্দরের মর্মান্তিক দুর্ঘটনার উদাহরণ টেনে ইমাম সাহেব বলেন, ইসলাম ধর্মের ওপর প্রকৃত বিশ্বাস না থাকায় ওই পালানোর ঘটনা ঘটেছে। তিনি বলেন, যে সকল আফগানের ঈমানের জোর কম তারাই মার্কিন বিমানের পিছনে ছুটে এবং ওই বিমান থেকে পড়ে মারা যান। তিনি আরো বলেন, আফগান নাগরিকদের উচিৎ দেশে থাকা এবং দেশকে পুনর্গঠন করা। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ