Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়াউর রহমানের মাজারে হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৭:২৩ পিএম

জিয়াউর রহমানের মাজারে পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় বিএনপি। পূর্বঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ আগস্ট) ঢাকা-১৪ আসনের থানায় থানায় বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজুর তত্ত্বাবধায়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় মিছিলে উপস্থিত ছিলেন- মিরপুর থানা বিএনপিসাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান এনা, আজিজুর রহমান রতন, ৭নং ওয়ার্ডের বিএনপি নেতা ফয়সাল আহমেদ, ১১নং ওয়ার্ডের শাকিল আহম্মেদ স্বপন, ১২নং ওয়ার্ড বিএনপি নেতা গাজী জহিরুল ইসলাম সবুজ, মাসুদ, আজিজ, তুহিন প্রমুখ নেতৃবৃন্দ।

দারুস সালাম থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- থানা বিএনপিসাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মৃধা, সহ-সভাপতি মোহাম্মদ কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইয়াসিন, আমানউল্লাহ, লিটন খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাভেদ, ১০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক মাকসুদ, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা মো. ইকবাল হোসেন স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বশির আহম্মেদ, মিরপুর থানা কৃষক দলের সভাপতি এসএম মিরাজ ইমন প্রমুখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ