Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার টুয়েলভের দায়িত্বটা অলরাউন্ডারদের

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

আগেই জানানো হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বে দুই গ্রæপের দলের নাম। এবার পুরো টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি। আর তাতে ১৭ অক্টোবর উদ্বোধনী দিনেই বিশ্বকাপ মিশনে মাঠে নামছে বাংলাদেশ। ওমানের মাঠে মাহমুদউল্লাহ রিয়াদদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। মূল পর্বে উঠার লড়াইয়ে ‘বি’ গ্রæপে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। এই গ্রæপের সবগুলো ম্যাচই পড়েছে নতুন ভেন্যু ওমানে। ‘এ’ গ্রæপে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া। তাদের খেলা হবে আবুধাবি ও শারজাহতে।
১৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টায় পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম ম্যাচে নামবে ওমান। রাত ৮টায় বাংলাদেশের খেলা স্কটিশদের বিপক্ষে। ১৯ অক্টোবর রাত আটটায় বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রæপের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
দুই গ্রæপ থেকে দুটি দল উঠবে ম‚ল পর্বে। ২৩ অক্টোবর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই। প্রাথমিক পর্বে প্রত্যাশা অনুযায়ী ‘বি’ গ্রæপের সেরা হতে পারলে তাদের জায়গা হবে ভারত-পাকিস্তানের গ্রæপেই। ২৫ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পড়বে আফগানিস্তানের বিপক্ষে, খেলাটি হবে শারজাহতে। গ্রæপের দ্বিতীয় দল হয়ে উঠলে আগের দিন ‘এ’ গ্রæপের সেরা দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সময় ঘনিয়ে এসেছে। সব দলই বিশ্বকাপের স্কোয়াড গুছিয়ে আনার একদম কাছে। বিশ্বকাপের স্কোয়াড কেমন হবে, একটা পরিষ্কার ধারণা আছে বাংলাদেশ অধিনায়কেরও। মাহমুদউল্লাহর মতে, বাংলাদেশের ম‚ল শক্তির জায়গা হবে এক ঝাঁক অলরাউন্ডার ও দলের বোলাররা। আইসিসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ তুলে ধরেন তার দলের শক্তির জায়গা, ‘আমাদের শক্তির জায়গা আমাদের অলরাউন্ডার ও বোলিং বিভাগ। আমাদের ব্যাটিংও ভালো। আমরা ভারসাম্যপ‚র্ণ দল। আমাদের পাঁচ-ছয়জন অলরাউন্ডার আছে, যারা ব্যাটিং-বোলিং দুটোই করতে পারে। আমাদের পেসাররা এই সময়ে দারুণ করছে। স্পিনাররা আমাদের শক্তির জায়গা। তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে, আমরা ভালো ফল করব।’
মাহমুদউল্লাহর মতে, এবারও বড় আসরে বাংলাদেশের ম‚ল কাÐারি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে তরুণদেরও জ্বলে ওঠার প্রত্যাশা করছেন তিনি, ‘সাকিব সেরা অলরাউন্ডার এবং আমাদের সবচেয়ে বড় তারকা। মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানও খুব গুরুত্বপ‚র্ণ। অন্যদের মধ্যে আফিফ (হোসেন), শামীম (পাটোয়ারি), নুরুল (হাসান সোহান) আছে, যেসব তরুণরা দারুণ কিছু করতে মুখিয়ে।’
স¤প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামী মাসের শুরুতে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ। বিশ্বকাপের জন্য সর্বোচ্চ আত্মবিশ্বাস রাখতে এসব সিরিজের ফলকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, ‘সব দলের জন্যই গুরুত্বপ‚র্ণ টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে আমরা কিছু সিরিজ খেলছি। চেষ্টা করছি এইগুলো জিতে পুরো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে। বিশ্বকাপের মতো আসরে সব ম্যাচই খুব গুরুত্বপ‚র্ণ। যার সঙ্গেই খেলা হোক না কেন আপনাকে প্রথম বল থেকেই সেরাটা দিতে হবে। আপনাকে উপযুক্ত মনোভাব নিয়ে মাঠে নামতে হবে।’
বিশ্বকাপের আগে বাংলাদেশ আছে ভালো ছন্দে। টি-টোয়েন্টিতে এসেছে টানা দুই সিরিজ জয়। জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারানোর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। আর ক’দিন বাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশ দলের শেষ খেলা। রিয়াদের বিশ্বাস, এই সিরিজেও দল ভালো করবে এবং বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের রসদ কুড়োতে পারবে তার দল, ‘সব দলের জন্য এটা অনেক গুরুত্বপ‚র্ণ টুর্নামেন্ট, বিশেষ করে আমাদের জন্য। বিশ্বকাপের আগে কিছু সিরিজ খেলছি। এগুলোতে ভালো করতে পারলে আত্মবিশ্বাস পাব।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৬ সালে প্রথম রাউন্ডে সেরা হয়েই পরের ধাপে গিয়েছিল বাংলাদেশ। তবে ‘সুপার টেন’ পর্বে তারা সব ম্যাচ হেরেছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ সময়
১৭ অক্টোবর স্কটল্যান্ড রাত ৮টা
১৯ অক্টোবর ওমান রাত ৮টা
২১ অক্টোবর পাপুয়া নিউ গিনি বিকেল ৪টা
*সবক’টি ম্যাচই হবে ওমানের মুসকাটে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ