গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর হাজারীবাগে একটি ভবনের চারতলার ছাদ থেকে পড়ে মোছা. ঝুমুর আক্তার (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ঝুমুরের মা ঝর্ণা আক্তার জানান, বিকেলের দিকে হাজারীবাগের বাসার চারতলার ছাদে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় ঝুমুর। পরে গুরুতর আহতাবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের বাড়ি বংশালের নাজিরা বাজার এলাকায়। বর্তমানে হাজারীবাগের বোরহানপুর দুই নম্বর গলিতে একটি ভাড়া বাসায় থাকতেন তারা। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে ঝুমুর ছিল দ্বিতীয়। হাজারীবাগের স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল ঝুমুর।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।