Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৩ বছর বয়সেই বিশ্বকে তাক লাগালেন মার্কিন কিশোরী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

মাত্র ১৩ বছর বয়সেই ডাক্তারিতে ভর্তি হয়েছেন আলেনা আনালেগ উইকার নামের এক মার্কিন কিশোরী। গত বছর তিনি উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তার ২০ হাজার অনুসরণকারীকে খবরটি নিজেই জানিয়েছেন আলেনা।

ভর্তির স্বীকৃতি পত্রের একটি ছবি পোস্ট করে আলেনা লেখেন, ‘আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং আমার স্বপ্নগুলোকে বাঁচানোর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি। মা, আমি সার্থক হয়েছি।’ আলাবামা বিশ্ববিদ্যালয়ের অধীনে বার্মিংহামের হিয়ারসিঙ্ক স্কুল অফ মেডিসিনের বুরোস ওয়েলকাম স্কলারস আর্লি অ্যাসুরেন্স প্রোগ্রামে তাকে ভর্তি করা হয়েছে, প্রতিষ্ঠানটি সিএনএন-কে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রোগ্রামটি আলাবামা জুড়ে মেডিকেল স্কুল এবং এইচবিসিইউ-এর মধ্যে একটি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি তাদের ওয়েবসাইট অনুসারে, গ্রহণযোগ্যতা এবং ম্যাট্রিকুলেশনের প্রয়োজনীয়তা পূরণকারী শিক্ষার্থীদের প্রাথমিক স্বীকৃতি প্রদান করে। আলেনা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যে, তিনি গত বছর ১২ বছর বয়সে উচ্চ বিদ্যালয়ে স্নাতক হয়েছেন। ওয়াশিংটন পোস্টের সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখনও একজন সাধারণ ১৩ বছর বয়সী কিশোরী।’

কিন্তু নিজেকে সাধারণ দাবি করলেও আলেনা আসলে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। ওয়াশিংটন পোস্ট অনুসারে, তিনি বর্তমানে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং ওকউড ইউনিভার্সিটি উভয়েরই একজন ছাত্রী, জীববিজ্ঞানের উপরে দুটি পৃথক স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এত অল্প বয়সে এত কিছু কীভাবে সম্ভব? প্রশ্ন করা হলে আলেনা বলেন, ‘আমার কাছে খুব ভালো সময় ব্যবস্থাপনার দক্ষতা আছে এবং আমি খুবই শৃঙ্খলাবদ্ধ।’ সূত্র : সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ