Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটপাঙ্গাশি ইছামতি নদী সংস্কার চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাশি ও সদর এলাকার ইছামতি নদীটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে এলাকার প্রকৃত কার্ডধারী মৎস্য আহরণকারীরা চরম হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে কচুরি পানা ও সুতা কাপড় ও প্রসেস মিলের পানি এবং বিভিন্ন র্বজ্য ফেলে নদীর পানিকে বিষাক্ত করায় নানা প্রজাতির মাছ মরে যাচ্ছে। নদীর পানির রং কালো ও দুর্গন্ধ হওয়ায় নদীপাড়ের মানুষ গোসল ও ধোয়া মোছার কাজও করতে পারছে না। এতে করে নদীপাড়ের মানুষ ও মৎস্যজীবীরা পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এমতাবস্থায় নদীপাড়ের অসহায় র্কমহীন মানুষের কথা বিবেচনা করে প্রসেস মিলের বিষাক্ত পানি নদীতে গড়া বন্ধ করাসহ সংস্কারের মাধ্যমে নদীর নাব্য এবং পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান
বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন