মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভয়াবহ দাবানলের পর এবার ভারি বর্ষণ ও বন্যা-ভূমিধসে তুরস্কের উত্তরাঞ্চলে। এতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর শনিবার (১৪ আগস্ট) নিশ্চিত করেছে দেশটির জরুরি ও দুর্যোগ এজেন্সি। কৃষ্ণ সাগরে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তুরস্কের বার্টিন, কাস্তামনু ও সিনোপ শহরে বন্যা দেখা দেশ। বুধবার (১১ আগস্ট) শুরু হওয়া বন্যায় অসংখ্য ঘর-গাড়ি এবং ৫ টি ব্রিজ ধসে গেছে। এছাড়া অনেক রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ব্ল্যাক সি-র উপকূলীয় এলাকায় বন্যার তাণ্ডব বেশি। তিনটি শহর জলের তলায় চলে গেছে। সেখান থেকে ৬০০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। এক হাজার ৫০০ জন উদ্ধারকারী ২০টি হেলিকপ্টার নিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছেন।
বন্যার ফলে রাস্তা ভেসে গেছে। বাড়ি ভেঙেছে। হঠাৎ এই বন্যা হওয়ায় মানুষ অপ্রস্তুত অবস্থায় ছিলেন। বন্যার ফলে রাস্তা ভেসে গেছে। ঘর-বাড়ি ভেঙে গিয়েছে। হঠাৎ এই বন্যা হওয়ায় মানুষ অপ্রস্তুত অবস্থায় ছিলেন।
তুরস্কে এখনো দাবানলকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। তার সঙ্গে এবার যোগ হলো বন্যা। প্রশাসনকে আরো চিন্তায় রেখে আগামী দিনগুলিতে খারাপ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।