Inqilab Logo

শনিবার , ৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ যিলক্বদ ১৪৪৪ হিজরী

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৫ পিএম

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. নূর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পদ্মা নদীর টাংগন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর টাংগন এলাকার মো. সোহেলের ছেলে।

শুক্রবার দুপুর ১২টার দিকে শিশু নূরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ জলিল বলেন, পদ্মায় গোসলে নেমে তলিয়ে গিয়েছিল নূর। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। পরে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।
তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ