Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদীতে টিকটক ভিডিও করতে গিয়ে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৪ এএম

টাঙ্গাইলের পৌলী নদীতে টিকটক ভিডিও করতে গিয়ে পানিতে ডুবে অপু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। অপু সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হাতিলা গ্রাম থেকে পাঁচ-ছয়জন যুবক পৌলী নদীর পাড়ে টিকটক ভিডিও করতে যায়। টিকটক করার জন্য সবাই একসঙ্গে নদীতে ডুব দেয়। এ সময় অন্যরা ভেসে উঠলেও অপু নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরিদল নদীতে তল্লাশি চালিয়ে অপুর মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া বলেন, স্থানীয়রা হটলাইন নম্বর থেকে কল করলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় ডুবুরিদল। প্রায় ২০ মিনিট অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে সক্ষম হই। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ