গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ডেমরা থানার শারুলিয়া এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে সিয়াম (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাত দেড়টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী হীরা মনি বলেন, আমি বিয়ের আগে লাইকি ভিডিও করতাম। সেখান থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে আমরা বিয়ে করি। আমাদের বিয়ে হয়েছে এক বছর। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমার ঝগড়া হতো। রাতে খাবার খাওয়ার পর সে আমাকে ঘর থেকে বাইরে যেতে বলে। আমি বের হলে সে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে দরজা না খোলায় আমি জানালা দিয়ে দেখি রুমের লোহার অ্যাঙ্গেলের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।
তিনি বলেন, আমরা বর্তমানে ডেমরার শারুলিয়া এলাকায় ভাড়া থাকি। আমার শ্বশুরবাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়। আমার শ্বশুরের নাম মো. আবুল কালাম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডেমরা থানাকে বিষয়টি জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।