বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বাঘার মীরগঞ্জ এলাকায় র্যাব-৫ অভিযান চালিয়ে ইমো হ্যাক করে প্রবাসীদের অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলো- বাঘার ভানুকর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪), আলী আশরাফের ছেলে শান্ত হক (২৩) এবং মোহদীপুর গ্রামের মৃত খেলাফত মন্ডলের ছেলে সুরমান আলী (৪৩)। তাঁদের কাছ থেকে নগদ ৪ লাখ ৮২ হাজার ৩২২ টাকা, ১৪টি মোবাইল ফোন এবং ৩২টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলাও করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বাঘায় এ ধরনের প্রতারক চক্র আছে। তাঁরা ইমোর মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে কৌশলে তাঁরা ইমোর পাসওয়ার্ড হাতিয়ে নেয়। আর প্রবাসীরা এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। ইমো হ্যাক হয়ে যাওয়ায় এই টাকাও প্রতারকরা তুলে নিতে পারে। এই চক্রের কয়েকজন গ্রেপ্তার হয়েছে। অন্য সদস্যদের তাঁরাও গ্রেপ্তারের চেষ্টা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।