Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরোধীদের বৈঠকের মধ্যমণি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

বিজেপি বিরোধী শক্তিদের একত্রিত করতে উদ্যোগী কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। জানা গেছে, তিনি খুব শিগগিরই বিরোধী নেতাদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করতে চলেছেন।
সূত্রের খবর, নিমন্ত্রিতের তালিকার বেশ উপরের দিকেই রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএ মন্ত্রীদের পাশাপাশি সমমনা নেতৃত্বদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের দু’দিন আগে লোকসভার বাদল অধিবেশন শেষ হওয়ার পরেই সোনিয়ার ‘বিশেষ’ আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নৈশভোজে আগামী লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে তা বলাই বাহুল্য।
জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যমণি করে ডাকা ওই বৈঠকে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে এনসিপি’র প্রধান শরদ পাওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকেও।
আসলে বর্তমানে দেশের সমস্ত রাজনৈতিক লক্ষ্য দিল্লি। বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই যেন প্রথম টার্গেট। যেভাবেই হোক মিশন ২০২৪ জেতাই লক্ষ্য। আর তাই মহাজোট গঠনের পথে হাঁটতে চায় দেশের বিরোধী শক্তিরা।

ঠিক কবে ডাকা হতে পারে ওই বৈঠক? সে বিষয়ে অবশ্য এখনই কিছু জানা যায়নি। তবে লোকসভার ‘স্ট্র্যাটেজি’ নিয়ে যে আলোচনা হবে, তা স্পষ্ট। যদিও এ নিয়েও এখনও কিছু খোলসা করে জানায়নি কোনও পক্ষই।
ওই বৈঠকের আয়োজক হিসেবে নাকি রয়েছেন জাতীয় স্তরের এক বাম নেতা। তবে তিনি কে সেই বিষয়টি এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সূত্র মারফত জানা গেছে, তার মূল লক্ষ্য নাকি এই বৈঠককে সফল করা।
উল্লেখ্য, বাদল অধিবেশনে পেগাসাস এবং কৃষক আন্দোলনসহ একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। একাধিক ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ করা হয়েছে মোদি সরকারকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ফিনান্সিয়াল এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ