Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরের সেই কুমিরটি গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হচ্ছে

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৫:০১ পিএম

অবশেষে ফরিদপুরে চরের জলাধারে আটকা পড়া সেই কুমিরটিকে বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা গাজীপুরের সাফারি পার্কে পাঠাচ্ছেন।


তাঁরা গাজীপুরে সাফারি পার্কে নিয়ে এই কুমিরের মাধ্যমে প্রজনন ঘটানোর সম্ভাবনা দেখছেন। খুলনায় কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই সাফারি পার্কে পাঠানো হচ্ছে।

বিষয়টি ইনকিলাব কে, নিশ্চিত করেছেন বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল। তিনি বলেন, গাজীপুরের সাফারি পার্কের একটি পুরুষ কুমির রয়েছে। ফরিদপুরের চরের জলাধারে আটকা পড়া কুমিরটি সেখানে নেওয়া হচ্ছে। এই কুমির দুটির মাধ্যমে দেশে বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমিরের ব্রিডিং করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সংরক্ষণ বিভাগ ও গাজীপুরের সাফারি পার্ক সূত্রে জানা গেছে, ২০১৬ সালের মাগুরায় মধুমতী নদী থেকে এলাকাবাসী একটি পুরুষ কুমির আটক করেন। পরে সেটি গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হয়। ৮–৯ বছর বয়সী পুরুষ ওই কুমিরটির নাম ‘মধু’। ওই সাফারি পার্কে ভারত থেকে আনা আরও দুটি কুমির রয়েছে। সে দুটি মাদি হলেও অতিরিক্ত বয়স হয়ে গেছে। ফলে তারা প্রজননক্ষমতা হারিয়েছে। ফলে সেখানে পুরুষ কুমিরটির সঙ্গী হতে চলেছে ফরিদপুরের মাদি কুমিরটি, যার বয়স এখন ১২–১৪ বছর।

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লার ডাঙ্গী গ্রামের একটি জলাধারে কুমিরটি আস্তানা গেড়েছিল। গত ২৪ জুলাই সকালে সেটিকে দেখতে পান এলাকাবাসী। দুই দফায় কুমিরটিকে উদ্ধারে ব্যর্থ অভিযান চালায় বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। তবে গত সোমবার দুপুরে সেটিকে আটক করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।


কুমিরটিকে নিতে ফরিদপুরে আসেন বাগেরহাটের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির হাওলাদারসহ ১০ সদস্যের একটি দল। সোমবার রাত নয়টার দিকে কুমিরটিকে নিয়ে খুলনার পথে রওনা হয় দলটি। রাত তিনটার দিকে তারা খুলনা শহরের ছোট বয়ড়া এলাকায় অবস্থিত বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে পৌঁছায়। সেখানে মঙ্গলবার সকালে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এই পরীক্ষা করেন কর্মকর্তা আজাদ কবির হাওলাদার। তিনি বলেন, ধরা পড়ার সময় কুমিরটি স্থানীয় লোকজনের হাতে অল্পস্বল্প আঘাত পেয়েছে। তারপরও এটির শারীরিক অবস্থা ভালো আছে। বাহ্যিকভাবে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরের ভেতরে কোনো ক্ষত আছে কি না, তা বুঝতে আরও কয়েক দিন লাগবে। সাত ফুট সাত ইঞ্চি দৈর্ঘ্যের কুমিরটির ওজন ৮০ কেজির কাছাকাছি।


আজাদ কবির হাওলাদারের নেতৃত্বাধীন দলটি মঙ্গলবার বিকেল চারটার দিকে খুলনার বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে থেকে কুমিরটিকে নিয়ে গাজীপুরের সাফারি পার্কের উদ্দেশে রওনা হয়। রাত আটটায় দলটি মাদারীপুরের বাংলাবাজার ঘাটে নদী পারাপারের অপেক্ষায় ছিল। বুধবার ভোররাতে কুমিরটি গাজীপুরের সাফারি পার্কে পৌঁছাতে পারে বলে জানান কর্মকর্তারা।

সাফারি পার্কের পরিচালক জাহিদুল কবির বলেন, ২০১৬ সালে মাগুরা থেকে উদ্ধার পুরুষ কুমিরটি প্রাপ্তবয়স্ক হতে শুরু করেছে। এই সময়ে ফরিদপুর থেকে উদ্ধার হলো মাদি কুমিরটি। এই কুমির দুটির মাধ্যমে প্রজনন ঘটিয়ে দেশে মিঠা পানির কুমিরের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমির

৮ এপ্রিল, ২০২২
২৮ অক্টোবর, ২০২০
২১ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ