বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া সাংবাদিক গোলাম সরোয়ারকে উপজেলার সীতাকুণ্ডের বড় কুমিরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।
জানাযায়, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ার বৃহস্পতিবার নিখোঁজ হন। (০১নভেম্বর) রোববার রাত আনুমানিক ৮টার সময় স্থানীয় এক ব্যক্তি ওই স্থানে তাকে দেখতে পেয়ে জানতে চাইলে গোলাম সরোয়ার নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদ চৌধুরীকে বিষয়টি অবহিত করলে তিনি সীতাকুণ্ড মডেল থানায় এবং সীতাকুণ্ড প্রেসক্লাবকে জানান। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক।
স্থানীয় চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন কে বা কারা খালের পানিতে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।