বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার আসামি কে সদরপুর থানা পুলিশ আটক করেছে।
জানায়ায়, গত মঙ্গলবার ( ১০ আগস্ট) গভীর রাত ফরিদপুর জেলার সদরপুর উপজেলাধীন চরবিষ্ণুপুর এলাকা হতে সদরপুর থানা পুলিশ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেন (৩২) কে আটক করে।
আসামি কে আজ বুধবার, (১১ আগষ্ট) ফরিদপুর জুডিশিয়াল কোর্টের (২নং আমলি) আদালতে হাজির করলে, আদালত তাকে কারাগারে প্রেরন করেন।
জানাযায়,গত ০৮ ডিসেম্বর২০১৩ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এই মামলার রায় দেন। ঐ মামলায় (২১) জন আসামির মধ্যে (০৮) জনের মৃত্যুদণ্ড (১৩) জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নং০৭/১৩ এবং সূত্রাপুর থানার মামলা নং ৮/(১২) ১২
আটকৃত ইমরান হোসেন ওই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
উল্লেখ্য, গত ০৯ ডিসেম্বর ২০১২ সালে দুপুর ১২ঃ০০ সময় ঢাকার সূত্রাপুর এলাকায় সরকারবিরোধী আইনজীবীদের মিছিলে ধাওয়া করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারী কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঐ সময় তারা পথচারী বিশ্বজিৎ দাসকে সকলের সামনে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। বিশ্বজিৎ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর গ্রামের দাসপাড়ার অন্তর দাসের ছেলে। ইমরান হোসেন ওই সময় ছাত্রলীগের একজন কর্মী ছিলেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান সদরপুর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পলাতক ইমরান হোসেন একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে চরবিষ্ণুপুর এলাকায় এসেছে।
তাকে ধরার জন্য পুলিশ ছদ্মবেশ ধারণ সহ ব্যাপক নজরদারির মাধ্যমে তাঁকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অপরাধীরা আত্মগোপনে থাকলেও তাদেরকে চিহ্নিত করে আটক করে আদালতে প্রেরণ করতে সক্ষম হবে। ইমরান হোসেনকে আটকের পর পুলিশ প্রশাসনের সুনাম বৃদ্ধি পেয়েছে বলে প্রতিয়মান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।