বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উখিয়ার উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লক্ষ ২০ হাজার ইয়াবা টেবলেটসহ ২ জন ইয়াবা কারবারীকে আটক করা হয়েছে। র্যাব-১৫ একটি টিম এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ইয়াবা টেবলেট উদ্ধার করে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার ১১ আগস্ট রাত ১ টা ১৫ মিনিটের দিকে থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি- ব্লক, সাব ব্লক ডি-২ এর ফাতেমা খাতুনের বসতঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তাবর্তি ১ লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।
এসময় রোহিঙ্গা শরনার্থী নুর মোহাম্মদের স্ত্রী ও রহিমা খাতুনের কন্যা ফাতেমা খাতুন (৩৪) এবং আবু সিদ্দিক ও লালমতি’র পুত্র জানে আলম’কে গ্রেপ্তার করা হয়। তারা ২ জনের ঠিকানা হচ্ছে-থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি- ব্লক, সাব ব্লক ডি-২ তে।
আটক ইয়াবা কারবারীরা দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে ইয়াবা টেবলেট এনে দেশের বিভিন্ন স্থানে বেচা-কেনা করত বলে র্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা সহ গ্রেপ্তার ইয়াবা কারবারীদ্বয়কে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।