পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
করোনাকারণে দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দীর্ঘদিন ধরে। এমন সময় টিকটক লাইকির মতো অনলাইন অ্যাপসে দেশের যুবসমাজ ও শিশু-কিশোররা আসক্ত হয়ে পড়ছে। টিকটক বা লাইকি তারকা হতে তরুণ প্রজন্ম অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, নৈতিকতা বিনষ্ট হচ্ছে। সারাদেশে কিশোর গ্যাং কালচার তৈরি হচ্ছে। এসব অ্যাপস ব্যবহার করে দেশের শিশু-কিশোর এবং যুবসমাজ বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশগুলো টিকটিক লাইকি নিষিদ্ধ করেছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নেতিবাচক প্রভাব থেকে বাঁচাতে এবং সঠিক পথে পরিচালনায় এসব অ্যাপস আমাদের দেশে বন্ধের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি।
অপূর্ব দাস
শিক্ষার্থী, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।