Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আফগানিস্তানে তালেবানের দখলে ৫ প্রাদেশিক রাজধানী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১০:০১ এএম

ক্রমেই বদলে যাচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। দিন যত যাচ্ছে ততই তালেবানদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে পুরো আফগানিস্তান।

এদিকে ক্ষিপ্রগতিতে হামলা চালিয়ে আফগানিস্তানের পাঁচটি রাজধানী দখল করে নিয়েছে তালেবান। আজ রোববার এক দিনেই তারা তিনটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে। শুক্রবার থেকে তাদের এই অভিযান শুরু হয় এবং তিন দিনেই বিপুল সাফল্য লাভ করে।

এছাড়া পশ্চিমে হেরাত, দক্ষিণে কান্দাহার ও লাস্কার গাহেও তুমুল লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে।

রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে তারা কুন্দুজ, সার-ই-পুল ও তালোকান দখল করে নেয়। আইনপ্রণেতা, নিরাপত্তা বাহিনী ও ওইসব নগরীর অধিবাসীরা বিষয়টি নিশ্চিত করেছে।

তালেবান রোববার বিকেলে এক বিবৃতিতে জানায়, আল্লাহর রহমতে কিছু প্রচণ্ড লড়াইয়ের পর মুজাহিদনরা কুন্দুজ দখল করে নিয়েছে।

এরপর তাদের আরেকটি বিবৃতিতে বলা হয়, মুজাহিদিনরা সর-ই-ফুলও দখল করে নিয়েছে। সেখানকার সব ভবন তাদের নিয়ন্ত্রণে।
এরপর সন্ধ্যায় তালেবান টুইটারে জানায়, তারা তাখার প্রদেশের রাজধানী তালোকানও জয় করেছে।

সার-ই-ফুলের নারী অধিকার কর্মী পারবিনা আজিমি বলেন, সরকারি কর্মকর্তা ও অবশিষ্ট বাহিনী নগরী থেকে তিন কিলোমিটার দূরের সেনা ব্যারাকে হটে গেছে।
প্রাদেশিক পরিষদের এক সদস্য মোহাম্মদ হোসাইন মুজাহিদজাদা বলেন, তালেবান ওই কম্পাউন্ডটি ঘিরে রেখেছে।

এই পাঁচ নগরীর মধ্যে কুন্দুজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর ফলে উত্তরাঞ্চলের বিশাল এলাকার ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। সূত্র : বিবিসি ও হিন্দুস্তান টাইমস



 

Show all comments
  • Abdul Wahab ৯ আগস্ট, ২০২১, ১০:৫৮ এএম says : 0
    LILLAHE TAKBIR. ALLAHU AKBAR. VICTORY OF ISLAM COMING SOON. IN SHA-ALLAH.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানী

১৩ ডিসেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ