বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের ৯৫ বছরের বৃদ্ধ মেছের আলী গাজী। তার স্ত্রী সোনাভান বিবির বয়স ৭৫। অসুস্থ এ বৃদ্ধ দম্পতির তিন পুত্র সন্তান। যে বয়সে তাদের সন্তানদের সাথে নিশ্চিন্তে থাকার কথা, সে বয়সে তারা পথে পথে ঘুরে বেড়ান। দোকানে-বাজারে কেউ দয়া করে কিছু খেতে দিলে খান, নাহলে অনাহারে কাটে সারা দিন। ছেলেরা কেউ তাদের দায়িত্ব না নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এর আগে একবার সামাজিক চাপে পড়ে তিন ছেলে দায়িত্ব নিয়েছিল তাদের, কিন্তু ক’ দিন যেতেই সাফ জানিয়ে দেয়, পিতা-মাতাকে খাওয়ানো বা বাড়িতে রাখার সামর্থ্য তাদের নেই। এ অভিযোগ জানার পর পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালেদ ও পাইকগাছা থানার ওসি এজাজ শফী সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে যান। সেখানে গিয়ে এ বিষয়ে তদন্ত শুরু করলে জানতে পেরে তিন ছেলে মোতালেব গাজী (৬০), মশিয়ার রহমান গাজী (৪৫) ও মোশারফ গাজী (৪০) নিজেরাই মারামারি ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে পড়েন। কেউই তাদের পিতা-মাতার দায়িত্ব নিতে চান না। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের গ্রেফতারের নির্দেশ দেন। অসুস্থ বৃদ্ধ এ দম্পতির ভরণ পোষণের দায়িত্ব নেয় উপজেলা প্রশাসন। তাদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন পাইকগাছা থানার ওসি এজাজ শফী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।