বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল কে আজ ৩১-০৭-২০২১ তারিখ বেলা সাড়ে বারোটায় প্রেসক্লাবের সামনে থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছেন।
শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামানে দলটির পক্ষে দুস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি আব্দুল জলিল জানান, ফেব্রুয়ারি মাসের পুলিশ অ্যাসল্ট ( সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলা) মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এই মামলায় ৩৭ জন আসামীর মধ্যে ৬ জন গ্রেপ্তার হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফরিদপুর স্বেচ্ছাবেক দলের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান । তিনি বলেন, একটি মিথ্যা মালায় বিএনপির দক্ষ সংগঠককে ইচ্ছাকৃত ভাবেই গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবি জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।