Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এক বছর পর অপহৃত ছাত্রী উদ্ধারঃ অপহরণকারী আটক

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৫:৩৮ পিএম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের প্রায় এক বছর পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী রায়হান মিয়া(৩২)নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার ২৮ জুলাই সকালে নীলফামারী জেলার সদর উপজেলার পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানাযায়, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের কালপানী বজরা টিটমার পাড় এলাকার এমদাদুল হকের ছেলে রায়হান মিয়া একই এলাকার মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণির এক ছাত্রী (১৫) কে গত বছরের ১৬ অক্টোবর অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা মেয়েকে অনেক খোঁজখবর নেবার পর সন্ধান না পেয়ে একই বছরের ১২ নভেম্বর রায়হান মিয়াসহ তিনজনের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেন।

উলিপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, মামলার পর ওই সময় অভিযান চালিয়ে অপহরনকারীকে সহায়তা করার অভিযোগে রায়হানের ভাই আব্দুল বাতেন ও পিতা এমমাদুল হককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এরপর প্রযুক্তির সহযোগিতায় অপহরনকারী রায়হান মিয়ার সন্ধান চালানো হয়। তিনি আরও বলেন, অপহরনকারী প্রায় সময় তাদের অবস্থান পরিবর্তন করায় তাকে সনাক্ত করা সম্ভব হচ্ছিল না। অবশেষে বুধবার সকালে তাদের অবস্থান নিশ্চিত হবার পর নীলফামারী জেলার সদর উপজেলার পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় রায়হান মিয়াকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। এরপর তাদের উলিপুর থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন থেকে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করার পর ভিকটিমকে উদ্ধার ও মূল আসামীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়। ভিকটিমের জবান বন্দি গ্রহণেরর জন্য তাকেও আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ