Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরের রথখোলা যৌনপল্লী থেকে নারীসহ মানব পাচারকারি আটক

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৫:২৯ পিএম

ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে মানব পাচার চক্রের একজন সদস্য আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। র‌্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, দীর্ঘদিন ধরে একজন মানব পাচার কারী দলের সদস্য বিভিন্ন জেলার হতে সহজ-সরল মেয়েদের মোটা অংকের বেতনের চাকুরী দেওয়াসহ টিকটক ভিডিও মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ফরিদপুর যৌন পল্লীসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদপ্রেক্ষিতে ২৭/০৭/২০২১ইং তারিখ রাতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মানব পাচারকারী ১টি মেয়েসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা যৌন পল্লীর ভিতর বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা যৌন পল্লীর ভিতর অভিযান পরিচালনা করে। এসময় মানব পাচারকারী চক্রের সদস্য মোঃ আদল কাজী (৫০), পিতা-মৃত ইমাম কাজী, সাং-পূর্ব গঙ্গাবর্দি, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১ জন ভিকটিম, ১টি সীমকার্ডসহ ১ টি মোবাইল এবং নগদ ১২ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ