Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী ৪৫ জন যাত্রীসহ নৈচকোচ আটক

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৯:৫২ এএম

নীলফামারীর সৈয়দপুর সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে যাত্রী পরিবহনের দায়ে “জাকির ট্রাভেলস” নামে একটি নৈচকোচকে আটক করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পরিবহনটি আটক করা হয়। কোচটিতে ঢাকাগামী নারী ও পুরুষসহ ৪৫জন যাত্রী ছিল।

সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আশরাফ কোরাইশি জানান, সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে ঠাকুরগাঁও থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ‘জাকির ট্রাভেলস’ নামে নৈশকোচটি ঢাকা যাচ্ছিল। রাত ১১টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক বিভাগের চেকপোস্টে পৌছালে কোচটিকে আটক করা হয়। কোচে ১২ জন নারীসহ উল্লেখিত সংখ্যক যাত্রী ছিল।

তিনি জানান, আটক ঢাকা মেট্রো-ব-১৫-৬৮৫০ নম্বরে নৈশকোচটি সৈয়দপুর থানাকে হস্তান্তর করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে (২০১৮) ধারায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ