Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেট নগরীতে মাত্র ৫০ টাকা নিয়ে ঝগড়া, দুই সহোদরকে ছুরিকাঘাত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২১, ৬:০৫ পিএম

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় মাত্র ৫০ টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন দুই সহোদর। বুধবার (২১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শাহ কুতুব মসজিদের পাশে ঘটে এ ঘটনাটি । এ ঘটনায় আহত দুজন হলেন- স্থানীয় শাহ কুতুব মসজিদের পার্শ্ববর্তী কলোনির শুকুর আলীর পূত্র সুজাত নূর (২২) ও আলী নূর (২৫)।
স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায়- স্থানীয় শাহ কুতুব মসজিদের পাশে জনৈক মাসুদ খানের কলোনীর বাসিন্দা ওয়াহিদ মিয়ার পূত্র ফাহিম ও পার্শ্ববর্তী কলোনীর জনৈক আলী নূরের পূত্র আনিছের মধ্যে ৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিরোধ। এক পর্যায়ে বিষয়টি মিমাংসা করে দেন স্থানীয় সজিব খান। কিন্তু আনিছের সাথে থাকা কামাল (১৮), ইমান আলী ওরফে ইমানি (১৮) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন উক্ত মিমাংসায় আপত্তি তুলে ফাহিমের চাচা সুজাত নূর ও আলী নূরকে গালিগালাজসহ প্রদান করে হুমকী। এ অবস্থায় তখন সুজাত নূর ও আলী নূর এর প্রতিবাদ করলে একপর্যায়ে অভিযুক্ত কামাল (১৮), ইমান আলী ওরফে ইমানি ও আনিছ সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন উত্তেজিত হয়ে সুজাত নূর ও আলী নূরের উপর উপর্যুপরি ছুরিকাঘাত চালায়। তাদের সুর চিৎকার শুনে পরিবারের লোক এগিয়ে এসে দ্রুত চিকিৎসার্থে প্রেরণ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, এ ঘটনায় অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাত

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ