বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় মাটি বিক্রির টাকা থেকে চাঁদার টাকা না দেয়ায় মনিরা বেগম (৪৭) নামের এক গৃহবধূর আঙ্গুল কামড়ে ছিঁড়ে নিয়েছে সন্ত্রাসীরা। এসময় ইট দিয়ে থেঁতলে দেয়া হয়েছে ওই গৃহবধূর স্বামী হারুন হাওলাদার (৫৫) এবং ছেলে হানিফ হাওলাদার (২৮)কে। বৃহষ্পতিবার রাতে উপজেলার লতাচাপলী ইউপির আলীপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে রাতেই রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
হাসপাতালে শয্যায় আহত গৃহবধু অভিযোগ করে জানান, কলইয়াপাড়া গ্রামের বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পে চায়না কোম্পানির কাছে মাটি বিক্রি করেন তার স্বামী হারুন হাওলাদার। তার কাছে মোটা অংকের চাঁদার টাকা দাবি করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সোহেল। দাবি অনুযায়ী টাকা কম দেয়ায় প্রথম ধাপে হারুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে থেতলে দেয় সোহেল ফকির (২৮) ও ছালাম ফকির (২৭)। খবর শুনে গৃহবধু তার সন্তানকে নিয়ে স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় সন্ত্রসীরা । এসময় গৃহবধুকে নির্যাতন শেষে ডান হাতের আঙ্গুল কামড়ে ছিড়ে নেয় সোহেল।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাটি শুনেছি। কোন অভিযোগ পাইনি। তবে অভিযুক্ত সোহেলের নামে একাধিক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।