Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পর্তুগালে অভিবাসন আইন সহজ করতে সমাবেশ

পর্তুগাল থেকে শহীদ আহমদ | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:১৮ পিএম

পর্তুগালে অবস্হানরত বিভিন্ন দেশ থেকে আগত ইমিগ্রান্টদের বিভিন্ন যুক্তিক দাবীদাওয়া সরকারের যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার জন্য ১১ ই জুলাই বিকাল ৪ টার সময় পর্তুগালের রাজধানী লিসবনের প্রাসা দো কমার্সিও এবং পর্তু শহরের প্রাসা দো আলীদোসে।

অভিবাসীদের সংগঠন সলিদারিদাদে এমিগ্রেন্ট সহ আরো কয়েকটি অভিবাসী সংগঠনের উদ্দোগে এক অভিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সরকারের কাছে অভিবাসীদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরা হয়।

????নতুন যারা আবেদন করবে ক্রমানুসারে যাতে ফিঙ্গার এর তারিখ দেওয়া হয় ।

????নতুনদের আবেদনের ক্ষেত্রে দ্রুত রেসপন্স প্রদান। (বর্তমানে যা ই-মেইল আসতে আসতে ১৩/১৪ মাস সময় লেগে যাচ্ছে )।

????সেফ বা (হোম অফিম) থেকে ই-মেইল আসার দিন থেকে নিয়ে ৫ বছর গণনা করে পাসপোর্ট আবেদন করা।( বর্তমানে যা প্রথম কার্ড থেকে গণনা করা হয়) ।

????এসএনএস বা ব্যাক্তিগত স্বাস্হ্য কার্ড নাম্বার দ্রুত প্রদান করা। ইত্যাদি

উল্লেখ্য ২০১৬ সালেও একবার অভিবাসী সংগঠনগুলোর উদ্দোগে এভাবে অভিবাসী সমাবেশ আয়োজন করে সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া পেশ করা হলে। পরবর্তীতে সরকার যুক্তিক দাবি গুলো মেনে নিয়ে অনেক আইন সহজ করে। যার ফলে হাজার হাজার হাজার অভিবাসী বৈধতা অর্জন করেন।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ