Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটে জনসমাগম রোধ করতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

দেশে চলছে করোনা অতিমারির তৃতীয় প্রকোপ। সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা রক্ষায় হিমসিম খাচ্ছে। এরই মধ্যে আসছে ঈদুল আজহা, যেখানে কোরবানি পশুর হাট নিয়ে চারিদিকে শুরু হয় লোক সমাগম। দেশের নাজেহাল অবস্থার মুখোমুখি হওয়ার পূর্বেই এমন লোক সমাগম রোধে কঠোর নজরদারি করতে হবে প্রশাসনকে। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। দেশের বাইরে থেকে যাতে পশু না আনা হয় তা নজরদারিতে রাখতে হবে। একটি পশুর জন্য সর্বোচ্চ দু’জনকে প্রবেশাধিকার, নির্দিষ্ট দূরত্ব নিশ্চিতকরণ ও একাদিক প্রবেশ পথের ব্যবস্থাসহ ক্রয়-বিক্রয়ের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে হবে। হাটে প্রবেশের পূর্বে ক্রেতা ও বিক্রেতা উভয়কে স্বাস্থ্য বিধি যথাযথভাবে মানতে সার্বক্ষণিক তদারকি এবং বিশেষ ব্যবস্থা নিতে হবে প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে।

মো. আবু তারেক
শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন