Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সুন্দরবনের কাতলেশ্বর থেকে তিন হরিণ শিকারি আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৫ পিএম

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলেশ্বর এলাকা থেকে বৃহস্পতিবার (৮জুলাই) সন্ধ্যায় তিন হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, ১৫০ ফুট নাইলনের ফাঁদ ও একটি দা উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে, পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের পুত্র শাহদাত শিকদার (৩০), আঃ মালেক খানের পুত্র মোঃ কাইউম খান (২২) ও দক্ষিন চরদুয়ানি গ্রামের আব্দুল ছত্তারের পুত্র মোঃ জাকারিয়া (২৩)।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার মজুমদারের নেতর্ত্বে সুন্দরবনের ৫ নং কম্পার্টমেন্টের কাতলেশ্বর এলাকায় তল্লাশি চালায়। এসময় ওই খালের ভিতর থেকে উল্লেখিত মালামালসহ তাদের আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করে শুক্রবার (৯জুলাই) সকালে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ