বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাতিয়ার উপজেলার হরণি ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাত সর্দার তেলি আব্দুর রবসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে একটি দু’নলা বন্দুক, একটি পাইপগান, একটি পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি পাইরোটেকনিক ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়। তারা সবাই ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।
শুক্রবার ভোরে টাংকিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, ল²ীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ গ্রামের শাহ আলমের ছেলে ডাকাত সর্দার তেলি আব্দুর রব( (৫৫), একই এলাকার আব্দুর রহিম (৩০) ও রবিন হোসেন (২৪)।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাতিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে টাংকির খাল এলাকায় পৌঁছে কোস্টগার্ড। এসময় ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়া একদল ডাকাত কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি ছুঁড়ে। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে ডাকাতদল পিছু হাঁটতে শুরু করলে ধাওয়া করে ডাকাত সর্দার তেলি আব্দুর রবসহ তিনজনকে আটক করে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশান কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাত দলের সদস্যদের প্রতিরোধ করতে আমরা ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ি। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।