Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় অক্সিজেন সিলিন্ডার আটক কাণ্ডে এএসআই সুভাষ বরখাস্ত

তদন্ত কমিটি গঠন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৯:৪৮ এএম

সাতক্ষীরায় করোনা উপসর্গে অসুস্থ বাবাকে বাঁচাতে অক্সিজেন নিয়ে যাচ্ছিলেন ছেলে। কিন্তু ঘুষের জন্য পুলিশের এএসআই সুভাষ চন্দ্র তাকে আটকে রাখায় অক্সিজেন দিয়ে বাবাকে বাঁচানো সম্ভব হয়নি। এমন অমানবিক অপরাধে এএসআই সুভাষকে রাতেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশের এক কর্মকর্তা ইনকিলাবকে জানান, কমিটির প্রধান হয়েছেন- সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান।

অক্সিজেনের অভাবে মারা যাওয়া ব্যাক্তির নাম রজব আলী মোড়ল (৬৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। করোনা উপসর্গ
নিয়ে তিনি বাড়িতে চিকৎসাধীন ছিলেন।
তার ছেলে ওলিউল ইসলাম জানান, করোনা উপসর্গে অসুস্থ বাবার জরুরী অক্সিজেন দরকার হওয়ায় সাতক্ষীরা থেকে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে
যাচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে ইটাগাছা হাটের মোড়ে পৌঁছালে তাকে আটক করেন ইটাগাছা ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্র। লকডাউনে বাইরে বেরিয়েছো কেনো বলে তার কাছে এক হাজার টাকা দাবি করেন ওই এএসআই। অসুস্থ বাবার জন্য অক্সিজেন নিয়ে যাচ্ছি বলা হলেও দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে দুই ঘন্টা

সেখানে আটকে রাখা হয়। পরে ইটাগাছা এলাকার জনৈক জিয়াউল ইসলামের মধ্যস্থতায় ২০০ টাকা নিয়ে এএসআই সুভাষ তাকে ছেড়ে দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বাড়িতে যেয়ে দেখেন অক্সিজেনের অভাবে বাবা মারা গেছেন।
ওলিউল কান্নাজড়িত কন্ঠে বলেন, যদি সময় মতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে যেতে পারতাম তাহলে হয়তো বাবাকে বাঁচাতে পারতাম। তিনি এই অমানবিক ঘটনার
বিচার দাবি করেন।

এদিকে,নাম প্রকাশ না করার শর্তে ইটাগাছা ফাঁড়ির একাধিক পুলিশ সদস্য বলেছেন, এএসআই সুভাষ চন্দ্র বিতর্কিত। স্বেচ্ছাচারিতা, ঘুষসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবশেষ এমন অমানবিক ঘটনায় পুলিশের সুনাম ক্ষুন্ন হয়েছে মন্তব্য করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন ওই পুুলিশ সদস্যরা।
অবশ্য পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্র গতকালই বলেছিলেন, ওলিউল নামের ছেলেটি একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। আমি
তাকে থামিয়ে কাগজপত্র দেখতে চেয়েছিলাম। কাগজ দেখাতে না পারায় গাড়িটি
আটক করে রেখে তাকে অন্য একটি ইজিবাইকে সিলিন্ডার নিয়ে চলে যেতে বলেছিলাম
কিন্তু সে মোটর সাইকেল না নিয়ে যেতে রাজি হয়নি। বিষয়টি ট্রাফিক ইন্সপেক্টরকে
জানালে তিনি মোটরসাইকেলটি ছেড়ে দিতে বলেন। এরমধ্যে সামান্য সময় দেরি হয়।
পরে শুনলাম তার বাবা মারা গেছেন। সাতক্ষীরার মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, অপরাধী যে-ই হোক ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যেই সুভাষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।



 

Show all comments
  • রাজিবুল ইসলাম সোহেল ৯ জুলাই, ২০২১, ১১:০৪ এএম says : 0
    মাত্র ২০০ টাকার জন্য,এরা কেমন পশুতে পরিনত হয়,এই করোনা কালে পুলিশ যে ভুমিকা রাখছে,তা দু-চার জন কুলঙ্গারের কারনে নষ্ট হতে পারেনা,এর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
    Total Reply(0) Reply
  • Oparer Jatri ৯ জুলাই, ২০২১, ১১:০৪ এএম says : 0
    দেশের মানুষ অচিরেই জানতে পারবে সাহসী ভূমিকার জন্য এ এসআই সেই সুভাষের পদন্নোতি হয়েছে! যেমনটা প্রত্যক্ষ করেছিলো ওসি প্রদীপের ক্ষেত্রে!!
    Total Reply(0) Reply
  • Sheru Zaman ৯ জুলাই, ২০২১, ১১:০৪ এএম says : 0
    শুধু বরখাস্ত না তাকে বিচারের আওতায় আনার জোর দাবী জানাই।
    Total Reply(0) Reply
  • Md Mahabub Alam ৯ জুলাই, ২০২১, ১১:০৫ এএম says : 0
    এবার এনার পদোন্নতি হবে,,,, তদন্ত কমিটি গঠন করা হইছে তদন্তে বেরিয়ে আসবে ওই অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছিলো না মাদক ছিলো
    Total Reply(0) Reply
  • Burhan Munna ৯ জুলাই, ২০২১, ১১:০৫ এএম says : 0
    এই অসভ্যকে চাকরি থেকে বরখাস্ত করে গ্রেফতার করা চাই! একটা জীবন চলে গেলো এই অসভ্যর জন্য।
    Total Reply(0) Reply
  • Md Atikur Rahman ৯ জুলাই, ২০২১, ১১:০৫ এএম says : 0
    ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • মফছেন, ঝিকরগাছা, যশোর ৯ জুলাই, ২০২১, ২:৫২ পিএম says : 0
    এই অসৎ পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। পুলিশ বিভাগে অনেক সৎ লোক আছে, সুভাষদের কারণে তাদের বদনাম হচ্ছে। এএসআই সুভাষকে অচিরেই আইনের আওতায় আনা হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরখাস্ত

৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ