Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুকুরগর্ভে বিলীন হচ্ছে গৌরীপুর-সরকারপুর রাস্তা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৭ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-সরকারপুর রাস্তাটি অত্যন্ত ব্যাস্ততম একটি রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও কয়েকশত যানবাহন চলাচল করে। গৌরীপুর বাজার দাউদকান্দি উপজেলার মধ্যে একটি ব্যবসাবহুল বাজার। সেই বাজারে যাওয়ার অন্যতম রাস্তা এই গৌরীপুর-সরকারপুর রাস্তা। এই রাস্তা দিয়ে অনেক গ্রামের মানুষকে গৌরীপুরে যেতে হয়। দৈয়াপাড়া, সরকারপুর, মুজিব মার্কেট, হুগুলিয়া, হাড়িয়ালা ও বারপাড়াসহ অনেক গ্রামের মানুষকে এই রাস্তাটি পাড়ি দিতে হয়। কিন্তু রাস্তাটির সংস্কার না হওয়ায় মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার এক জায়গায় দুই-তৃতীয়াংশ পুকুরগর্ভে বিলীন হয়ে গেছে। বৃষ্টির ফলে এই রাস্তাটি আস্তে আস্তে পুরোটাই বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। গ্রামগুলোতে কোনো দুর্ঘটনা বা অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি যেমন প্রবেশ করতে পারবে না, তেমনি গ্রামের জরুরি কোনো রোগীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালেও নিতে পারবে না। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করে অত্র এলাকার মানুষগুলোর মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এম. এ. রহমান
গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন