Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোর গ্যাংয়ে অনিশ্চিত ভবিষ্যৎ প্রজন্ম

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

সামাজিক অবক্ষয়, সমাজ পরিবর্তন, সমাজের নানাবিধ অসঙ্গতি এবং অস্বাভাবিকতায় ভারসাম্য হারিয়ে ফেলছে সমাজের কিশোর এবং তরুণরা। তরুণরা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে। তারা সমাজের মধ্যে নিজেদের মতো করে নতুন এক সমাজ গড়ে তুলছে। ওই সমাজের সংস্কৃতি, ভাষা, বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ সবকিছু আলাদা। বিগবস, নাইন এমএম, নাইন স্টার, ডিসকো বয়েজ ইত্যাদি নামে গড়ে তুলছে কিশোর গ্যাং। ফলে সংঘটিত হচ্ছে নানাবিধ অপরাধ। কিশোর গ্যাংয়ের সদস্যরা মারামারি, ছিনতাই, চুরি, মহল্লায় মোটরসাইকেলের ভয়ঙ্কর মহড়া, মাদক সেবন ও বিক্রি, চাদাঁবাজি, মেয়েদের উত্ত্যক্ত করা এমনকি বিভিন্ন হত্যাকান্ডের সাথেও জড়িয়ে পড়ছে। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই কিশোর গ্যাং কালচার। তাই এই সমস্যা নিরসনে দরকার সামাজিক আন্দোলন। এক্ষেত্রে, পরিবারকে সচেতন থাকতে হবে বেশি। কেননা পরিবার মানুষের আদি সংগঠন এবং সমাজ জীবনের মূলভিত্তি। পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকেও নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তুলতে সচেষ্ট থাকতে হবে। কিশোরদের সমাজের ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে হবে। আগামী প্রজন্মের কিশোরদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ এবং কলুষমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এখন থেকেই এই বিষয়ে সকলকে তৎপর এবং যথেষ্ট সজাগ থাকতে হবে। তাহলেই গ্যাং কালচারের এই বিপথগামী তরুণদের অপরাধমুক্ত রাখা সম্ভব হবে এবং আগামীর বাংলাদেশ হবে নিরাপদ।

আসাদুজ্জামান জাহিদ
সন্দ্বীপ, চট্টগ্রাম।



 

Show all comments
  • Tareq Sabur ৮ জুলাই, ২০২১, ১১:৩৮ এএম says : 0
    কিশোরগ্যাঙ কে বানিয়েছে? আওয়ামিলীগ বানিয়েছে এই কিশোরগ্যাঙ দেশের শান্তিপ্রিয় শিক্ষিতসমাজ ও সাধারন মানুষকে অপদস্হ করে আর্থিকভাবে শোষন করার জন্য। এভাবেই তারা আমাদের স্বাধীনতা ও সামাজিক বন্ধনকে নষ্ট করে তাদের গোপন লক্ষ্য অর্জন করতে চায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন