মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গলযান পারসেভারেন্সের সাথে পাঠানো হেলিকপ্টার ইনজেনুইটিকে নিয়ে শঙ্কা ছিল বিজ্ঞানীদের অনেকের মধ্যেই। তারা ভেবেছিলেন, পারসেভারেন্স সফল হলেও ইনজেনুইটি হয়তো নাসাকে হতাশ করবে। কিন্তু এই হেলিকপ্টার এখন তার সর্বোচ্চ সক্ষমতা দেখাচ্ছে।
ভিনগ্রহে মানুষের ওড়ানো প্রথম উড়োযান এটি। শুধু তা–ই নয়, মঙ্গলের কম ঘনত্বের বায়ুমণ্ডলে হেলিকপ্টারটি বেশ দ্রুতগতিতেই উড়তে পারছে। নতুন উচ্চতায় ওড়ার রেকর্ডও গড়ছে ইনজেনুইটি। গত সোমবার নাসা ঘোষণা দিয়েছে, তাদের ইনজেনুইটি হেলিকপ্টারের নবম উড্ডয়ন সফল হয়েছে। এটি ছিল হেলিকপ্টারটির এখন পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং উড্ডয়ন। এবারে ইনজেনুইটি ঘিরে নাসার লক্ষ্য ছিল আরও বড়। হেলিকপ্টারটিকে মঙ্গলের প্রতিকূল পরিবেশে বেশি গতিতে আরও বেশি দূর নিয়ে যাওয়ার সাহসী পরিকল্পনা করেছিল তারা। এত দিন কেবল হেলিকপ্টারটি মঙ্গল গ্রহে তার সঙ্গী পারসেভারেন্স রোবটযানের আশপাশেই ঘোরাঘুরি করেছে।
নাসা জানায়, এবার শুধু পারসেভারেন্সের ওপর ওড়াওড়ি না করে বালুময় অঞ্চলের সংক্ষিপ্ত পথ বেছে নেয় ইনজেনুইটি। এ পথে উড়তে গিয়ে হেলিকপ্টারটি দূরত্ব, ওড়ার সময় ও গতির রেকর্ড ভেঙেছে। নাসার তথ্য অনুযায়ী, ইনজেনুইটি হেলিকপ্টারটি প্রতি সেকেন্ডে ১৬ ফুট (৫ মিটার) গতিতে ১৬৬ দশমিক ৪ সেকেন্ড উড়তে সক্ষম হয়েছে। এ সময় মঙ্গলপৃষ্ঠের ছবিও তোলে হেলিকপ্টারটি। সূত্র: সিনেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।