Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ফের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

আহত অর্ধশত : আটক-৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের দুই গ্রæপের মাঝে তিন দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় গ্রæপের সন্ত্রাসীরা বিপুল পরিমাণ গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। নিরীহ মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর লুটপাট চালিয়েছে। সংঘর্ষে উভয় গ্রæপের গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে একটি পিস্তলসহ ধারালো অস্ত্র উদ্ধার ও ৬ জনকে গ্রেফতার করেছে। গতকাল দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র (বস্তি) এলাকায় ঘটে এসব ঘটনা ঘটে।

গত সোমবার রাতে এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে দ্বিতীয় দফায় ফের উভয় গ্রæপের সন্ত্রাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাসীরা ইয়াছিন, নুর ইসলাম, ইতি, লিটন, জাব্বার, সাইফুলসহ অন্তত ৩০ জনের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশত আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে শরীফ নামের একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। ভোর ৫টা পর্যন্ত চলে সংঘর্ষের ঘটনা।
পরে গতকাল দুপুরে দুই গ্রæপের সন্ত্রাসীরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তৃতীয় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে র‌্যাব, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা পুলিশের সমন্বয়ে প্রায় দেড় শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পিস্তল ও ১০টি ধারালো অস্ত্র উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে উভয় গ্রæপের মাঝে উত্তেজনা চলছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেন, চনপাড়া একটি বৃহত্তর বস্তি। এখানে ঝামেলা বা উত্তেজনা হলে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমরা গত কয়েক দিন ধরেই দুই গ্রæপের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আজকে আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে তল্লাশি চালাচ্ছি। ইতোমধ্যে ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ও পিস্তলসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছি। অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ