বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। শনিবার রাতে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়ক ও রোববার রাতে ধোবড়া বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হল- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের কসিমুুদ্দনের ছেলে লালু (২৩), একই এলাকার সফিকুল ইসলাম ওরফে কালুর ছেলে সেলিম (২৪), গোলাপ বাজারের নজরুল ইসলামের ছেলে সাকিল (২০), মিরাতালুক গ্রামের নওশাদের ছেলে বাবু (২৮), বিনোদপুর ইউনিয়নের আবদুল আলিমের ছেলে ফাহাদ আলী (৩০) ও বড় হাদিনগর গ্রামের আমান উল্লার ছেলে শহিদুল ইসলাম (২৫)। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, শনিবার গভীর রাতে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের পুসকুনি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন ও রোববার ভোরে ধোবড়া বাজার থেকে আরও দুজনকে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র জব্দ করা হয়। ওসি আরও জানান, এসআই সুজন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। অপরদিকে পারদিলালপুর গ্রামের আবদুল জলিল বাদি দুজনের বিরুদ্ধে থানায় আরও একটি মামলা দায়ের করে আটকদের আদালতে সোর্পদ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।