পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
কোভিড-১৯ এর কারণে সারাদেশে সংকটময় অবস্থা বিরাজমান। সেই সাথে শিক্ষা ব্যবস্থাও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবার পর থেকে অদ্যাবধি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পাঠগ্রহণ করার সুযোগ হয়নি । অনেক ছেলেমেয়ে পিতা-মাতার কঠোরতার কারণে নিজ বাসায় বসে অধ্যয়ন করে। কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে এসময়টা খেলাধুলা করে, বন্ধুদের সাথে ঘোরাঘুরি কিংবা মোবাইলে গেম খেলার মাধ্যমে মূল্যবান সময়টুকু কাটিয়ে দিচ্ছে। পড়াশোনার প্রতি নেই মনোযোগ। ছাত্রছাত্রীদের সিলেবাস এখনো অসম্পূর্ণ। ছাত্রছাত্রীদের এই দুর্দশাগ্রস্ত অবস্থায় অটোপাশ ঘোষণা করলে পাঠ্য বই অধ্যয়ন করবে না এবং পাঠ্যবই সম্পর্কে পুরোপুরি ধারণা হবে না। ফলে এসব শিক্ষার্থীর ভবিষ্যতে নেমে আসবে অন্ধকার। পরীক্ষার দ্বারা মূল্যায়ন হলে ছাত্রছাত্রীরা অন্ততপক্ষে পুরো পাঠ্য বই একবার হলেও পড়বে এবং পাঠ্যবই সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারবে। যেহেতু প্রতিষ্ঠান খুলে পরীক্ষা নেয়া সম্ভব নয়, সেহেতু এসএসসি পরীক্ষা অনলাইনে হোক, নতুবা পরীক্ষা বিলম্বে হোক। তবুও এইচএসসি /আলিম পরীক্ষার্থীদের মতো অটোপাশ ঘোষণা না দেওয়াই ভালো হবে বলে মনে করছি। বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আল-আমিন
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।