Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে সিনেমা হলে আগুন, দুইজন দগ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৩:৪৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে জয়া নামে একটি সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে উত্তর ২৪ পরগনার লেকটাউনের জয়া সিনেমা হলে এ আগুন লাগে। শুক্রবার হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

জানা যায়, আগুন লাগার সাথে সাথেই প্রেক্ষাগৃহের নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেয়। এর মধ্যেই পুরো সিনেমা হলে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
প্রেক্ষাগৃহের এক কর্মী হিন্দুস্তান টাইমসকে বলেছে, ভবনের চার তলায় প্রথম আগুন দেখা গিয়েছে। সেখানে একটি ঘরে থাকেন হলের নিরাপত্তাকর্মী ও তার স্ত্রী। আগুনে আহত হয়েছেন তার স্ত্রী। এছাড়া আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন।
দমকলমন্ত্রী সুজিত বসু জানান, বন্ধ সিনেমা হলের ভিতরে রান্না করতে গিয়েই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ