মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ব্রোকেন অ্যারোতে একটি বাড়িতে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
ব্রোকেন অ্যারো পুলিশ ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে একটি বাড়িতে আগুনের ঘটনায় তারা সাড়া দেন, যেখানে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। পরে সেখান থেকে আটজনের লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করে। বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিন্স জানান, এটি একটি জটিল দৃশ্য এবং আগুনটি ভয়াবহ ছিল। হাচিন্স জানান, আগুন লাগা বাড়িতে আটজনের একটি পরিবার থাকত। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করেননি তিনি। এছাড়া তাদের মৃত্যুর কারণও জানাতে পারেননি পুলিশের এই মুখপাত্র। তবে এ ঘটনা একটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত হচ্ছে বলে জানান তিনি। সিবিএস নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।